আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, বুধবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ৯টার পর থেকে শুরু হয় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) পর্যন্ত থাকবে এই বৃষ্টিপাত।
তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রহিদুল ইসলাম বাংলানিউজকে জানান, বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের ফলে কয়েকদিন থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি হচ্ছে। আর সেই নিম্নচাপের ফলে উত্তরবঙ্গসহ পঞ্চগড়ে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি দেখা দিয়েছে।
বুধবার সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৬ দশমিক ৯ ডিগ্রি এবং মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) বিকেল ৫টা পর্যন্ত সর্বচ্চ রেকর্ড হয়েছে ২৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। তবে এ কারণে উত্তর থেকে বয়ে আসা হিমেল হাওয়ায় শৈত্যপ্রবাহের দাপট বাড়বে না বলে জানিয়েছেন এই কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ১৩১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৯
আরএ