ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

কসবা সীমান্ত থেকে যুবকের মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৯
কসবা সীমান্ত থেকে যুবকের মরদেহ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার কসবায় মাজহারুল ইসলাম তানিম (৩০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২৭ ফেব্রুয়ারি) সকালে উপজেলার বায়েক ইউনিয়নের খাদলা সীমান্ত এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তানিম উপজেলার অষ্টজঙ্গল গ্রামের মৃত আব্দু মিয়ার ছেলে।

খবর পেয়ে ওই সীমান্ত বাংলাদেশের অভ্যন্তরে পিলারের (নম্বর- ২০৪৯ এর সাব-পিলার ৩এস) কাছ থেকে তার মরদেহটি উদ্ধার করে খাদলা গ্রামে নিয়ে আসে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয়রা।

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মালেক বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। তার বিরুদ্ধে থানায় ডাকাতি ও চোরাচালানের একাধিক মামলা রয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।