বুধবার (২৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কের পাগলা নৌ-বাহিনীর ক্যাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ফতুল্লার আলীগঞ্জের মৃত মোকলেছ শেখের ছেলে আউয়াল (৫০) ও আলী হোসেন (৫০)।
আহতরা হলেন- শ্রী শুভ বাড়ৈ (৪০), মিম আক্তার (১৮) ও আয়েশা (১১)।
প্রত্যক্ষ্যদর্শী সূত্রে জানা যায়, সকালে নারায়ণগঞ্জ থেকে ঢাকাগামী আনন্দ পরিবহনের যাত্রীবাহী একটি বাস ঘটনাস্থলে একটি ইজিবাইককে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ইজিবাকের দুই যাত্রী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন ইজিবাকের আরও পাঁচজন।
ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মঈনুল হোসেন বাংলানিউজকে বলেন,
নিহতদের মরদেহ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আহতদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ঘটনায় ঘাতক বাসটি চালক সোহাগকে আটক করা হয়েছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৩৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৯
এসআরএস