ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

চীনা উন্নয়নের ৪০ বছর পূর্তিতে প্রদর্শনী

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৯
চীনা উন্নয়নের ৪০ বছর পূর্তিতে প্রদর্শনী চীনের উন্নয়ন ও সংস্কারের ৪০ বছর পূর্তি

ঢাকা: চীনের উন্নয়ন ও সংস্কারের ৪০ বছর পূর্তিতে ঢাকায় দুই দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন হয়েছে। বুধবার (২৭ ফেব্রুয়ারি) রাজধানীর প্রেসক্লাবে এ প্রদর্শনীর উদ্বোধন করা হয়।

জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে এ প্রদর্শনীর আয়োজন করে বাংলাদেশ-চীন ফ্রেন্ডশিপ সেন্টার। বুধবার সকালে প্রদর্শনীর উদ্বোধন করেন বাংলাদেশ-চীন ফ্রেন্ডশিপ সেন্টারের সভাপতি দেলোয়ার হোসেন।

 

উদ্বোধনকালে দেলোয়ার হোসেন বলেন, বাংলাদেশের সঙ্গে চীনের ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। তবে চীনে গত ৪০ বছরের ব্যাপক উন্নয়ন হয়েছে। একই সঙ্গে দেশটিকে সংস্কারও করা হয়েছে। চীনের এ উন্নয়ন ও সংস্কার বাংলাদেশের মানুষের কাছে তুলে ধরার লক্ষ্যেই এ প্রদর্শনীর আয়োজন।  

অনুষ্ঠানের আয়োজকরা জানান, প্রদর্শনীতে চীনের ৯৬টি ছবি স্থান পেয়েছে। দুই দিনব্যাপী এ প্রদর্শনী সবার জন্য উম্মুক্ত।  

বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে প্রদর্শনী শেষ হবে। সমাপনী অনুষ্ঠানে ঢাকার চীনা দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেবেন।

বাংলাদেশ সময়: ১৩৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৯
টিআর/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।