ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

চুড়িহাট্টায় দগ্ধ ৩ রোগীকে ছাড়পত্র 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৯
চুড়িহাট্টায় দগ্ধ ৩ রোগীকে ছাড়পত্র  ছাড়পত্র নিয়ে ঢাকা মেডিকেল থেকে বাড়ি ফিরছেন দগ্ধ একজন। ছবি: বাংলানিউজ

ঢাকা: রাজধানীর পুরান ঢাকার চকবাজারের চুড়িহাট্টায় অগ্নিকাণ্ডে দগ্ধদের মধ্যে তিনজনকে হাসপাতাল থেকে ছাড়পত্র দিয়েছেন চিকিৎসকরা। 

তারা হচ্ছেন- ট্রলি চালক মোহাম্মদ হেলাল সিকদার ও রিকশার যাত্রী হাজী মোহাম্মদ সালাউদ্দিন ও মোজাফফর উদ্দিন (৩২)।

বুধবার (২৭ ফ্রেরুয়ারি) দুপুরে বার্ন ইউনিটের চিকিৎসক মো. নোয়াজেশ খান বাংলানিউজকে ছাড়পত্র দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, চুড়িহাট্টা অগ্নিকাণ্ডে দগ্ধ ৯ জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে  চিকিৎসাধীন ছিলেন। এদের মধ্যে দুইজন চিকিৎসাধীন অবস্থায় মারা যান। বাকি সাত জনের মধ্যে তিন জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে, তারা বাড়ি চলে গেছেন। বাকিরা হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তবে এদের মধ্যে একজনের অবস্থা একটু ক্রিটিক্যাল আছে আমরা চিকিৎসা চালিয়ে যাচ্ছি।  

ছাড়পত্র পাওয়াদের নিয়মিত ফলোআপে থাকতে হবে বলে জানান তিনি।

মোজাফফর উদ্দিনের পরিবারের সদস্যরা জানায়, ঘটনার সময় মোজাফ্ফর ওই রাস্তার পাশ দিয়ে যাচ্ছিলেন। সেসময় আগুন লাগলে দগ্ধ হন তিনি। ছাড়পত্র নিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে হাসপাতাল ত্যাগ করেন তিনি।  

গত বুধবার (২০ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার পর চকবাজারের চুড়িহাট্টায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে আশপাশের আবাসিক ভবনে। ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিটসহ আগুন নিয়ন্ত্রণে কাজ করে বিমান ও নৌবাহিনী। যোগ দেয় দু’টি হেলিকপ্টারও।

প্রায় ১৪ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় সরকারি তথ্য মতে ৬৭ জনের মরদেহ উদ্ধার করা হয়। পরে ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় আরো দুই জন। এতে এ ঘটনায় মোট মৃতের সংখ্যা দাঁড়ায় ৬৯ জন।  

বাংলাদেশ সময়: ১৪০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।