ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

চান্দিনায় কাভার্ড ভ্যানচাপায় নিহত ৩

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৯
চান্দিনায় কাভার্ড ভ্যানচাপায় নিহত ৩

কুমিল্লা: কুমিল্লার চান্দিনা উপজেলায় কুটুম্বপুর এলাকায় কাভার্ড ভ্যানচাপায় তিন পথচারী নিহত হয়েছেন। 

বুধবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার কুটুম্বপুর গ্রামের উত্তরপাড়া এলাকার কাজী রফিকুল ইসলাম (৬০), মহরম আলী (৭৫) ও আব্দুল মতিন (৬৫)।

হাইওয়ে ইলিয়টগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মনিরুল ইসলাম বাংলানিউজকে জানান, চট্টগ্রাম থেকে ঢাকাগামী কাভার্ডভ্যানটি কুটুম্বপুর এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে তিন পথচারীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।

তিনি আরও জানান, ঘাতক কাভার্ডভ্যানটি জব্দ ও চালক দুদু মিয়াকে আটক করা হয়েছে। তিনি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার চরকাগরিয়া গ্রামের আলী আকবরের ছেলে।

বাংলাদেশ সময়: ১৪১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।