বুধবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে কুমিল্লা-সিলেট মহাসড়কের সদর উপজেলার সুহিলপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জোবায়ের ওই এলাকার ইয়াছিন মিয়ার ছেলে।
ব্রাহ্মণবাড়িয়ার সদর থানার পরিদর্শক (ওসি, তদন্ত) জিয়াউল হক বাংলানিউজকে জানান, দুপুরে জোবায়ের স্কুলে যাচ্ছিলো। সে কুমিল্লা-সিলেট মহাসড়ক পার হওয়ার সময় দিগন্ত পরিবহনের একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দেয়। এতে সে ঘটনাস্থলেই মারা যায়।
এ ঘটনায় স্থানীয় লোকজন ঘণ্টাব্যাপী মহাসড়ক বন্ধ রাখে। এতে ওই মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৪৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৯
এনটি