ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে কলেজছাত্রীর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৯
গাজীপুরে ট্রেনে কাটা পড়ে কলেজছাত্রীর মৃত্যু

গাজীপুর: গাজীপুরে ট্রেনে কাটা পড়ে জান্নাতুল ফেরদৌস লীমু (১৭) নামে এক কলেজ ছাত্রীর মৃত্যু হয়েছে।

জান্নাতুল ফেরদৌস লীমু সদর উপজেলার ছোট কয়ের এলাকার রুহুল আমিনের মেয়ে। সে পূবাইল আদর্শ বিশ্ববিদ্যালয় কলেজের একাদশ শ্রেণির মানবিক বিভাগের ছাত্রী ছিলো।

বুধবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে গাজীপুর সিটি করপোরেশনের পূবাইল কলেজ গেট এলাকায় এ ঘটনা ঘটে।  

নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. শাহ্ আলম বাংলানিউজকে জানান, পূবাইল কলেজ গেট এলাকায় ঢাকা-চট্টগ্রাম রেললাইনে একটি ট্রেনে কাটা পড়ে জান্নাতুল ফেরদৌস লীমু। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পরে নিহতের স্বজন ও স্থানীয়রা মরদেহ উদ্ধার করে তাদের বাড়িতে নিয়ে যায়। খবর পেয়ে রেলওয়ে পুলিশ নিহতের বাড়ি যায়। সেখানে নিহতের পরিবার আবেদন করলে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৯
আরএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।