ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

খুলনায় বিচারকের স্বাক্ষর জাল করায় সহকারীর সাজা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৯
খুলনায় বিচারকের স্বাক্ষর জাল করায় সহকারীর সাজা

খুলনা: খুলনায় সাবেক জেলা জজ জি এম সালাউদ্দিনের স্বাক্ষর জাল করে অর্থ আত্মসাতের দায়ে তার ব্যক্তিগত সহকারী রিয়াজুল কবিরকে এক বছরের সাজা দেওয়া হয়েছে।

বুধবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক আব্দুস সালাম এ সাজা দেন। দুর্নীতি দমন কমিশন (দুদক) খুলনার সহকারী পরিদর্শক শ্যামল বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ২০১৩ সালে বিচারকের স্বাক্ষর জাল করে তিন হাজার ৫৫০ টাকা আত্মসাত করেন তার ব্যক্তিগত সহকারী রিয়াজুল কবির। পরে দুদকের সহকারী পরিচালক রবীন্দ্র নাথ বাদী হয়ে মামলা করেন। শুনানি শেষে বুধবার সেই মামলার আসামি রিয়াজুল কবিরের এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।  

তিনি জানান, আসামি রিয়াজুল কবির বর্তমানে সাসপেন্ড ও জামিনে রয়েছেন।

বাংলাদেশ সময়: ১৫১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৯
এমআরএম/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।