ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

সিরাজগঞ্জে ঝড়ের কবলে পড়ে নারীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৯
সিরাজগঞ্জে ঝড়ের কবলে পড়ে নারীর মৃত্যু

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে ঝড়ের সময় পাতা কুড়াতে গেলে গাছের ডাল ভেঙে মাথার ওপরে পড়ে সুফিয়া খাতুন (৫২) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

বুধবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরের দিকে সদর উপজেলায় বঙ্গবন্ধু সেতু পশ্চিম ইকোপার্ক এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সুফিয়া সয়দাবাদ ইউনিয়নের সারটিয়া এলাকার আব্দুর রাজ্জাকের স্ত্রী।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বঙ্গবন্ধু ইকোপার্ক এলাকায় বেশ কয়েকজন নারী প্রতিদিনই শুকনো পাতা কুড়াতে যান। সকাল থেকেই তারা সেখানে পাতা কুড়াচ্ছিলেন। দুপুরের দিকে প্রচণ্ড ঝড় শুরু হলে নিরাপদ স্থানে দৌড়ে যাওয়ার চেষ্টা করেন তারা। এসময় একটি গাছের ডাল ভেঙে সুফিয়ার মাথার ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ শহীদ আলম বাংলানিউজকে বলেন, ইকোপার্কে ঝড়ের সময় গাছের ডাল ভেঙে পড়ে এক নারীর মৃত্যুর খবর পেয়েছি। নিহতের স্বজনরা ওই নারীর মরদেহ নিয়ে গেছে।

বাংলাদেশ সময়: ১৬৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৯
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।