বুধবার (২৭ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে হঠাৎ করেই প্রবল বাতাস ও বৃষ্টি শুরু হওয়ায় দুর্ঘটনা এড়াতে নৌযান চলাচল বন্ধ রেখেছে কর্তৃপক্ষ।
বিআইডব্লিউটিসি'র কাঁঠালবাড়ী লঞ্চঘাটের টার্মিনাল ইন্সপেক্টর আক্তার হোসেন জানান, বিকেল সাড়ে ৫টার দিকে বাতাসের বেগ বেড়ে গিয়ে ঝড়ে পরিণত হওয়ায় কাঁঠালবাড়ী ঘাট থেকে লঞ্চ, ফেরি, স্পিডবোটসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ রাখা হয়েছে।
সন্ধ্যা সোয়া ৬টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত বৃষ্টি ও প্রবল ঝড় বইছিল।
বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৯
এসআই