পুলিশ মেমোরিয়াল ডে-২০১৯ উপলক্ষে বুধবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে নিহত পুলিশ সদস্যদের পরিবারের হাতে এ উপহার তুলে দেন রাজশাহীর পুলিশ সুপার (এসপি) মো. শহিদুল্লাহ। এসময় রাজশাহী জেলার সব ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা উপস্থিত ছিলেন।
নিজ নিজ কর্মস্থলে দায়িত্ব পালনের সময় নিহত রাজশাহী জেলার সদস্যরা হলেন- পুলিশ পরিদর্শক আবু সৌয়ব উদ্দীন কবিরাজ, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মোহাম্মদ আরমান আলী, কনস্টেবল সাইফুল ইসলাম, মো. তুহিন ও উইলিয়াম মার্ডি।
জেলা পুলিশের মুখপাত্র সিনিয়র সহকারী পুলিশ সুপার আব্দুর রাজ্জাক খান বাংলানিউজকে জানান, পুলিশ মেমোরিয়াল ডে উদযাপন উপলক্ষে প্রতি বছর এ উপহার ও সম্মাননা দেওয়া হয়। পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. জাবেদ পাটোয়ারীর পক্ষ থেকে নিহত পুলিশ সদস্যের পরিবারের হাতে এ উপহার তুলে দেন রাজশাহী পুলিশ সুপার।
বাংলাদেশ সময় : ১৭২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৯
এসএস/ওএইচ/