আটকরা হলেন- রুবেল (৩০), বানছেন আলী ওরফে সেলিম (৩৭), কবির গাজী (৫০) ও মাসুদ গাজী (৩২)। এসময় তাদের কাছ থেকে ১টি পিস্তল, ১ হাজার ৮শ পিস ইয়াবা, ১টি মোটরসাইকেল, ৭টি মোবাইল ও মাদক বিক্রির ৪৮ হাজার ২৩২ টাকা উদ্ধার করা হয়েছে।
বুধবার (২৭ ফেব্রুয়ারি) আটকের বিষয়টি বাংলানিউজকে জানান র্যাব-১০ এর উপ-অধিনায়ক মেজর আশরাফুল হক।
তিনি জানান, আটকরা দীর্ঘদিন ধরে কক্সবাজার থেকে ইয়াবা এনে গুলশান, বনানী, রামপুরাসহ রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিল। তারা এলাকায় আধিপত্য বিস্তারসহ জনসাধারণকে ভয়-ভীতি প্রদর্শনের জন্য অস্ত্র ব্যবহার করতো।
আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ২০০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৯
পিএম/এএ