পাঁচ সদস্যের তদন্ত দলে রয়েছেন-ডা. গাজী শাহ আলম, ডা. তানজিনা নওরীন, ডা. দেবাশীষ কুমার শাহ, ডা. শাহনাজ পারভীন ও ডা. ইসমাইল খান।
বুধবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে তারা আবু তাহেরের বাড়িতে গিয়ে তার পরিবারের অন্যান্য সদস্য, স্থানীয় লোকজন ও জনপ্রতিনিধিদের সঙ্গে কথা বলেন।
ঘটনাস্থল পরিদর্শন শেষে ঠাকুরগাঁও ভারপ্রাপ্ত সিভিল সার্জন শাহজাহান নেওয়াজ সাংবাদিকদের বলেন, রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের পাঁচ সদস্যের তদন্ত দল ঘটনাস্থল থেকে প্রয়োজনীয় নমুনা সংগ্রহ করেছে। রাজশাহী থেকে আরেকটি মেডিকেল টিম ঠাকুরগাঁওয়ে আসছে বিষয়টি তদন্ত করতে। দু’টি মেডিকেল টিমই ঠাকুরগাঁওয়ে তিনদিন অবস্থান করবে। সংগৃহীত নমুনা ঢাকায় পরীক্ষার জন্য পাঠানো হবে। আশা করি, ঢাকা থেকে পরীক্ষা-নীরিক্ষা শেষে প্রতিবেদন এলেই পাঁচজনের মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
উল্লেখ, গত ৯ ফেব্রুয়ারি হঠাৎ শরীর কেঁপে ও মাথা ঘুরে অসুস্থ হয়ে মারা যান বালিয়াডাঙ্গীর ভান্ডারদহ মরিচপাড়ার ফজর আলীর ছেলে আবু তাহের (৫৫)। এরপর ২১ ফেব্রুয়ারি একইভাবে অসুস্থ হয়ে মারা যান আবু তাহেরের জামাতা হাবিবুর রহমান (৩৫) ও স্ত্রী হোসনে আরা (৪৫)। এর দুইদিন পর ২৪ ফেব্রুয়ারি আবু তাহেরের দুই ছেলে ইউসুফ আলী (৩০) ও মেহেদী হাসান মৃত্যুবরণ করেন এবং ওই পরিবার ও তাদের আত্মীয়দের মধ্যে ছয়/সাতজন অসুস্থ হয়ে পড়েন। এতে ওই পরিবারের অন্যান্য সদস্য, আত্মীয় ও এলাকার লোকজনের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়।
আবু তাহেরের জামাতা হাবিবুর রহমান ছয় বছর দুবাই ছিলেন। ছয় মাস আগে তিনি দেশে ফেরেন। তিনি হয়তো বিদেশ থেকে কোনো ভাইরাস বহন করে এসেছিলেন বলে ধারণা করছেন স্থানীয় জনগণ। তবে হাবিবুর রহমানের স্ত্রী মরিয়ম বেগম এবং তার দুই ছেলে-মেয়ে এখনও সুস্থ রয়েছেন।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আক্রান্ত এলাকার এক কিলোমিটারের মধ্যে চলাচলে নিষেধাজ্ঞা জারি করে সবাইকে মুখে মাস্ক পরে চলাফেরা করতে বলা হয়। স্থানীয় দু’টি শিক্ষা প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়।
এ ঘটনায় আতঙ্কিত হওয়ার কিছু নেই। শিক্ষা প্রতিষ্ঠান দু’টি বৃহস্পতিবার খুলে দেওয়া হবে বলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।
বাংলাদেশ সময়: ২০০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৯
এসআই