আবহাওয়া অফিস বলছে, বৃহস্পতিবারও (২৮ ফেব্রুয়ারি) ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। ফলে ঢাকা উত্তর সিটি করপোরেশনে মেয়র ও দক্ষিণ সিটির বর্ধিত এলাকায় কাউন্সিলর পদে ভোটের দিন বৃহস্পতিবার বৃষ্টিতে ভোগান্তি তৈরি হতে পারে।
গত কয়েক দিন ধরে সারাদেশেই বৃষ্টিপাত হচ্ছে। সন্ধ্যা ৬টা পর্যন্ত বিগত ২৪ ঘণ্টায় ফরিদপুরে সর্বোচ্চ ৫৪ মিলি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এছাড়া ঢাকায় ৩৩ মিলি, টাঙ্গাইলে ২১ মিলি, মাদারীপুরে ১৪ মিলি, গোপালগঞ্জে ৮ মিলি, বিভাগীয় শহরগুলোর মধ্যে ময়মনসিংহে ২৩ মিলি, সিলিটে ১৬ মিলি, রাজশাহীতে ১৬ মিলি, রংপুরে ১৩ মিলি, খুলনায় ১৫ মিলি ও বরিশালে ৫ মিলি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের একজন আবহাওয়াবিদ বাংলানিউজকে বলেন, কাল (বৃহস্পতিবার) আবহাওয়া খারাপ থাকবে, বৃষ্টি হবে, বাতাস হবে, মেঘলা থাকবে আকাশ মাঝে মধ্যে। কাল সারাদিনই এভাবে চলবে।
ফলে ভোটের দিন সকাল থেকেই বৈরী আবহাওয়ার জন্য প্রস্তুতি নিয়েই বের হতে পরামর্শ দিয়েছেন এই আবহাওয়াবিদ।
বুধবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কিছু কিছু জায়গায় মাঝারি ধরনের ভারী বর্ষণসহ বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে।
এছাড়া সারাদেশে রাতের ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
ঢাকায় দক্ষিণ/দক্ষিণ-পূর্বদিক থেকে ঘণ্টায় ১০-১৫ কিমি বেগে দমকা হাওয়াসহ পশ্চিম/উত্তরপশ্চিম দিকে অস্থায়ীভাবে ঘণ্টায় ৪০-৫০ কিমি পর্যন্ত বাড়তে পারে। বৃহস্পতিবার ঢাকায় সূর্যোদয় ভোর ৬টা ২২ মিনিটে এবং সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ১ মিনিটে।
এদিকে, পরবর্তী ৪৮ ঘণ্টার আবহাওয়ার অবস্থায় বলা হয়, এই সময়ের শেষের দিকে আবহাওয়ার উন্নতি হতে পারে। তবে রাতের তাপমাত্রা হ্রাস পেতে পারে। আর বর্ধিত ৫ দিনের আবহাওয়ার অবস্থায় বলা হয়, এই সময়ে রাত ও দিনের তাপমাত্রা ক্রমান্বয়ে বাড়বে।
অন্যদিকে, বজ্রমেঘের ঘনঘটা বৃদ্ধির কারণে উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা ও সমুদ্র বন্দরগুলোর উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরগুলোকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস।
উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
বাংলাদেশ সময়: ২০৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৯
এমআইএইচ/এএ