বুধবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় দেবহাটা উপজেলার কুলিয়া ও বিকেলে কালিগঞ্জ উপজেলার নাজিমগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- দেবহাট বহেরা গ্রামের হযরত আলীর স্ত্রী সাবিকুন নাহার (২৬) ও কালিগঞ্জ উপজেলার ছনকা গ্রামের মৃত এবাদুল্লাহ শেখের ছেলে নুর ইসলাম (৭০)।
দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার সাহা বাংলানিউজকে জানান, সাতক্ষীরা থেকে ছেড়ে যাওয়া একটি বাস কুলিয়া গার্লস স্কুলের সামনের পৌঁছালে সামনের দিক থেকে আসা একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল থেকে পড়ে সাবিকুন নাহার ঘটনাস্থলেই মারা যান।
অপরদিকে, কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান হাফিজুর রহমান বাংলানিউজকে জানান, ব্যবসায়ী নুর ইসলাম বিকেলে কালিগঞ্জ উপজেলার নাজিমগঞ্জ বাজারের রাস্তা পার হয়ে ব্যাংকে যাচ্ছিলেন। এ সময় একটি ট্রাকের নিচে চাপা পড়ে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তিনি মারা যান।
বাংলাদেশ সময়: ২১১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৯
এনটি