বুধবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে এ ঝড় ও শিলাপাত হয়। রাতেও থেমে থেমে বৃষ্টি ও বজ্রপাত হয়েছে।
ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত সাদমীন বাংলানিউজকে বলেন, আকস্মিক ঝড়ে ভৈরব পৌরসভাসহ উপজেলার বিভিন্ন স্থানে ফসলি জমি, ঘরবাড়ি ও গাছপালার ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়া প্রচুর শিলা পড়ে জমে গেছে।
তিনি আরো বলেন, ক্ষয়ক্ষতির পরিমাণ এখনই বলা যাচ্ছে না। বৈরী আবহাওয়ার কারণে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হলো তা দেখতে যেতেও সমস্যা হচ্ছে। ভালোভাবে খোঁজ খবর নিয়ে পরে বলা যাবে।
এদিকে, কিশোরগঞ্জ সদরসহ বিভিন্ন উপজেলায় ধমকা বাতাসসহ গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। প্রয়োজন ছাড়া কেউ বাইরে বের হচ্ছে না।
বাংলাদেশ সময়: ২১৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৯
এসআই