ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

সিরাজগঞ্জে বজ্রপাতে কলেজছাত্রের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৯
সিরাজগঞ্জে বজ্রপাতে কলেজছাত্রের মৃত্যু

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ সদর উপজেলায় ধানক্ষেতে নিড়ানি দেওয়ার সময় বজ্রপাতে নাঈম (১৭) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে।

বুধবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার পূর্ব বাহুকা এ ঘটনা ঘটে। নাঈম সিরাজগঞ্জ সদর উপজেলার পূর্ব বাহুকা এলাকার ছানোয়ার হোসেনের ছেলে ও হরিনা টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের একাদশ শ্রেণির ছাত্র।

 

সিরাজগঞ্জ সদর উপজেলার রতনকান্দি ইউনিয়ন পরিষদের সদস্য মো. বাচ্চু শেখ বাংলানিউজকে জানান, পড়াশোনার খরচ যোগাতে নাঈম ও তার চার বন্ধু মিলে ধানক্ষেতে নিড়ানি দেওয়ার কাজ করছিলেন। এ সময় বজ্রপাতে আক্রান্ত হয়ে ঘটনাস্থলেই তিনি নাঈমের মৃত্যু হয়।

বাংলাদেশ সময়: ২৩১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৯
আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।