বুধবার (২৭ ফেব্রুয়ারি) রাজধানীর সোনারগাঁও হোটেলে অনিবাসী (এনআরবি) প্রকৌশলীদের প্রথম সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তাজুল ইসলাম বলেন, বাংলাদেশ ফকির মিসকিনের দেশ থেকে ভালো অবস্থানে এসেছে।
দেশের উন্নয়নে অবদান রাখতে অনিবাসী প্রকৌশলীদের আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, উন্নত বাংলাদেশ বিনির্মাণে গ্রামকে শহরে রূপান্তরিত করতে হবে। গ্রামে শহরের সব সুযোগ সুবিধা পৌঁছে দিতে হবে। শহরের সকল সুযোগ-সুবিধা গ্রামে পৌঁছে দেওয়ার পাশাপাশি পরিকল্পিত গ্রাম গড়ে তুলতে অনিবাসী প্রকৌশলীদের সম্মিলিতভাবে কাজ করতে হবে।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বিষয়ক মুখ্য সমন্বয়ক মো. আবুল কালাম আজাদের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন এক্সেস টু ইনফরমেশনের (এটুআই) পলিসি অ্যাডভাইজার আনির চৌধুরী, ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব মো. মাহবুবুজ্জামান, ব্রিজ টু বাংলাদেশের চেয়ারম্যান আজাদুল হক প্রমুখ।
বাংলাদেশ সরকার, একসেস টু ইনফরমেশন (এটুআই) ও ব্রিজ টু বাংলাদেশের উদ্যোগে অনিবাসী এবং প্রবাসী বাংলাদেশি প্রকৌশলীদের দেশে বিনিয়োগে আকৃষ্ট করতে ‘কোন’ সম্মেলনের আয়োজন করা হয়। দুই দিনব্যাপী এ সম্মেলনে ৩০টিরও বেশি দেশ থেকে প্রায় সাড়ে ৩০০ বাংলাদেশি প্রকৌশলী এ সম্মেলনে অংশ নেন।
বাংলাদেশ সময়: ২৩৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৯
এসএইচএস/আরআইএস/