ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

দেশ বিনির্মাণে নতুন মাত্রা এনেছে অনিবাসী প্রকৌশলীরা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৯
দেশ বিনির্মাণে নতুন মাত্রা এনেছে অনিবাসী প্রকৌশলীরা অনুষ্ঠানে বক্তব্যে রাখছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম। ছবি: বাংলানিউজ

ঢাকা: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম বলেছেন, উন্নত বাংলাদেশ বিনির্মাণে অনিবাসী প্রকৌশলীরা নতুন মাত্রা যোগ করেছেন। প্রবাসীদের আগ্রহ ও কর্মপ্রচেষ্টা এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। 

বুধবার (২৭ ফেব্রুয়ারি) রাজধানীর সোনারগাঁও হোটেলে অনিবাসী (এনআরবি) প্রকৌশলীদের প্রথম সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তাজুল ইসলাম বলেন, বাংলাদেশ ফকির মিসকিনের দেশ থেকে ভালো অবস্থানে এসেছে।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উন্নত বাংলাদেশের স্বপ্নকে বাস্তবায়ন করতে আমরা সবাই মিলে কাজ করছি। আমার গ্রাম আমার শহর ২০২১ সালে মধ্য আয়ের দেশ হবে। উন্নত বাংলাদেশ হবে, বঙ্গবন্ধুর সোনার বাংলা হবে। এ উদ্দেশ্য সফল করতে অনিবাসী প্রকৌশলীদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।

দেশের উন্নয়নে অবদান রাখতে অনিবাসী প্রকৌশলীদের আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, উন্নত বাংলাদেশ বিনির্মাণে গ্রামকে শহরে রূপান্তরিত করতে হবে। গ্রামে শহরের সব সুযোগ সুবিধা পৌঁছে দিতে হবে।  শহরের সকল সুযোগ-সুবিধা গ্রামে পৌঁছে দেওয়ার পাশাপাশি পরিকল্পিত গ্রাম গড়ে তুলতে অনিবাসী প্রকৌশলীদের সম্মিলিতভাবে কাজ করতে হবে।  

প্রধানমন্ত্রীর কার্যালয়ের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বিষয়ক মুখ্য সমন্বয়ক মো. আবুল কালাম আজাদের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন এক্সেস টু ইনফরমেশনের (এটুআই) পলিসি অ্যাডভাইজার আনির চৌধুরী, ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব মো. মাহবুবুজ্জামান, ব্রিজ টু বাংলাদেশের চেয়ারম্যান আজাদুল হক প্রমুখ।

বাংলাদেশ সরকার, একসেস টু ইনফরমেশন (এটুআই) ও ব্রিজ টু বাংলাদেশের উদ্যোগে অনিবাসী এবং প্রবাসী বাংলাদেশি প্রকৌশলীদের দেশে বিনিয়োগে আকৃষ্ট করতে ‘কোন’ সম্মেলনের আয়োজন করা হয়। দুই দিনব্যাপী এ সম্মেলনে ৩০টিরও বেশি দেশ থেকে প্রায় সাড়ে ৩০০ বাংলাদেশি প্রকৌশলী এ সম্মেলনে অংশ নেন।  

বাংলাদেশ সময়: ২৩৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৯
এসএইচএস/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।