ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

পরিবেশ দূষণ: ১ মাসে গাজীপুরে ৬১ প্রতিষ্ঠানকে জরিমানা

মো. রাজীব সরকার, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৯
পরিবেশ দূষণ: ১ মাসে গাজীপুরে ৬১ প্রতিষ্ঠানকে জরিমানা .

গাজীপুর: নদী ও পরিবেশ দূষণের দায়ে গাজীপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গত এক মাসে ৬১টি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৩২টি ইটভাটা ও ২৯টি শিল্প প্রতিষ্ঠান রয়েছে। 

গাজীপুর জেলা পরিবেশ অধিদপ্তরের কার্যালয় সূত্রে জানা যায়, গত ১৮ জানুয়ারি থেকে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত গাজীপুর সিটি করপোরেশন, সদর উপজেলা ও কালিয়াকৈর উপজেলাসহ জেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসন। এ অভিযানে ৩২টি অবৈধ ইটভাটাকে ২২ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

এর মধ্যে অধিকাংশ ইটভাটার আগুন ফায়ার সার্ভিসের পানি দিয়ে নেভানো হয় এবং ভেকু মেশিন দিয়ে ইটভাটার কিলন ও কাঁচা ইটসহ বিভিন্ন স্থাপনা ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়।  

এছাড়া পরিবেশ অধিদপ্তর গাজীপুরের বিভিন্ন এলাকায় শিল্প প্রতিষ্ঠান পরিদর্শন করে। পরে পরিবেশ ও নদীদূষণের দায়ে পরিবেশ অধিদপ্তরের সদর দপ্তরের পরিচালক (মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট) ২৯টি শিল্প প্রতিষ্ঠানের মালিকের কাছ থেকে ৫০ লাখ ৮ হাজার ৮১১ টাকা ক্ষতিপূরণ আদায় করা হয়।  

গাজীপুরের বাসিন্দা জালাল উদ্দিন জানান, গাজীপুর একটি শিল্প এলাকা। এ কারণে গাজীপুরে লাখ লাখ মানুষের বসবাস। এ এলাকায় অপরিকল্পিতভাবে গড়ে উঠেছে শত শত ইটভাটা ও শিল্প কারখানা। এসব ইটভাটা ও শিল্প কারখানা প্রতিনিয়ত পরিবেশ ও নদ-নদী এবং খাল-বিল দূষণ করে যাচ্ছে। এসব দূষণরোধ করতে পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের সদিইচ্ছার প্রয়োজন। আর এবছর পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসন গাজীপুরের বিভিন্ন এলাকায় পরিবেশ দূষণ বিরোধী অভিযান পরিচালনা করছে। অভিযানের এ ধারা অব্যাহত থাকলে গাজীপুর দূষণমুক্ত করা সম্ভব।  

গাজীপুর পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মো. আ. সালাম সরকার বলেন, গাজীপুরে বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। এসময় ৩২টি ইটভাটা ও ২৯টি শিল্প প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। পরিবেশ অধিদপ্তরের এ অভিযান অব্যাহত রয়েছে।  

বাংলাদেশ সময়: ০০০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৯ 
আরএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।