ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

মিরপুরে বস্তির আগুন নিয়ন্ত্রণে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৯
মিরপুরে বস্তির আগুন নিয়ন্ত্রণে মিরপুরের জাহাঙ্গীর বস্তির লাগা আগুন নিয়ন্ত্রণে। ছবি: বাংলানিউজ

ঢাকা: রাজধানীর মিরপুরের ভাষানটেক জাহাঙ্গীর বস্তির আগুন নিয়ন্ত্রণে এসেছে। প্রাথমিকভাবে আগুনের ক্ষয়ক্ষতি ও হতাহতের খবর জানা যায়নি। তবে ওই বস্তিতে  বসবাসরতদের ঘর-বাড়ি ও ব্যবহার্য জিনিসপত্র পুড়ে গেছে। 

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ২১টি ইউনিট প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে বুধবার (২৭ ফেব্রুয়ারি) দিনগত রাত ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগে রাত দেড়টার অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

 

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কন্ট্রোল রুমের অপারেটর বাবুল মিয়া বাংলানিউজকে জানান, রাত দেড়টার দিকে মিরপুরের ভাষানটেক সিআরপি হাসপাতালের পেছনে জাহাঙ্গীর বস্তিতে আগুন লাগে।  খরব পেয়ে ঘটনাস্থলে প্রথমে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ শুরু করে। পরে আরও ১৬ ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

তবে অগ্নিকাণ্ডের সূত্রপাত ও ক্ষয়ক্ষতি এবং হতাহতের বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানাতে পারেনি ফায়ার সার্ভিস সার্ভিসের অপারেটর বাবুল।

এদিকে অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্তরা বলেছেন, তাদের বসত ঘরসহ বিভিন্ন জিনিসপত্র পুড়ে ছাই হয়ে গেছে।  

বাংলাদেশ সময়: ০৪৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৯
জিসিজি/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।