ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ২১টি ইউনিট প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে বুধবার (২৭ ফেব্রুয়ারি) দিনগত রাত ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগে রাত দেড়টার অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কন্ট্রোল রুমের অপারেটর বাবুল মিয়া বাংলানিউজকে জানান, রাত দেড়টার দিকে মিরপুরের ভাষানটেক সিআরপি হাসপাতালের পেছনে জাহাঙ্গীর বস্তিতে আগুন লাগে। খরব পেয়ে ঘটনাস্থলে প্রথমে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ শুরু করে। পরে আরও ১৬ ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
তবে অগ্নিকাণ্ডের সূত্রপাত ও ক্ষয়ক্ষতি এবং হতাহতের বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানাতে পারেনি ফায়ার সার্ভিস সার্ভিসের অপারেটর বাবুল।
এদিকে অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্তরা বলেছেন, তাদের বসত ঘরসহ বিভিন্ন জিনিসপত্র পুড়ে ছাই হয়ে গেছে।
বাংলাদেশ সময়: ০৪৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৯
জিসিজি/আরআইএস