ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

ভাষানটেক বস্তির ডোবা থেকে দু’শিশুর মরদেহ উদ্ধার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৯
ভাষানটেক বস্তির ডোবা থেকে দু’শিশুর মরদেহ উদ্ধার

ঢাকা: রাজধানীর ভাষানটেক থানার জাহাঙ্গীর বস্তি সংলগ্ন এলাকার একটি ডোবা থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। 

বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে মরদেহ ‍দুটি উদ্ধার করা হয়। নিহত দুই শিশু হচ্ছে, ওই বস্তির বাসিন্দা নূরে আলমের ৩ মাস বয়সী মেয়ে ইয়াসমিন ও চুন্নু মিয়ার আড়াই বছর বয়সী ছেলে তন্ময়।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার মাহফুজ রিবেন জানান, বুধবার (২৭ ফেব্রুয়ারি) দিনগত রাত ১টার দিকে জাহাঙ্গীর বস্তিতে আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের ২১টি ইউনিট চেষ্টা চালিয়ে বৃহস্পতিবার সকাল ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।   

পরে খবর পেয়ে দুপুর ১২টার পরে অগ্নিকাণ্ডস্থলের পশ্চিম পাশের একটি ডোবা থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয় বলে জানান তিনি।  

ঘটনাস্থলে থাকা ফায়ার সার্ভিসের একজন কর্মকর্তা বাংলানিউজকে জানান, বস্তিতে রাতে আগুন লাগার পর আতঙ্কে ছুটোছুটি করতে গিয়ে শিশু দুইটি পানিতে পড়ে যায়। এরপর থেকেই নিখোঁজ ছিল শিশু দুটি।  

পরে দুপুরে ডোবা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

বাংলাদেশ সময়: ১২৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৯/আপডেট: ১৩২৭ ঘণ্টা
এজেডেএস/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।