ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

শাহ আলমগীরের মৃত্যুতে তথ্যমন্ত্রী-অর্থমন্ত্রীর শোক

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৯
শাহ আলমগীরের মৃত্যুতে তথ্যমন্ত্রী-অর্থমন্ত্রীর শোক পিআইবির মহাপরিচালক শাহ আলমগীর।

ঢাকা: বিশিষ্ট সাংবাদিক ও প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালক মো. শাহ আলমগীরের মৃত্যুতে গভীর শোক ও দুঃখপ্রকাশ করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। 

বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) এক বার্তায় এ শোক প্রকাশ করেন তিনি।  

তথ্যমন্ত্রী বলেন, শাহ আলমগীরের মৃত্যুতে আমরা একজন নিবেদিতপ্রাণ গণমাধ্যমবোদ্ধা এবং কলমসৈনিককে হারালাম।

তিনি তার কাজের মধ্য দিয়েই বেঁচে থাকবেন।  

এদিকে শাহ আলমগীরের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। একই সঙ্গে তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।                                                          

শোক প্রকাশ করেছেন তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি হাসানুল হক ইনু ও তথ্য সচিব আবদুল মালেক।  

এর আগে সকাল ১০টার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচে) চিকিৎসাধীন অবস্থায় শাহ আলমগীর ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি...রাজিউন)।  

বাংলাদেশ সময়: ১৩২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৯
আরএম/এসই/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।