ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

বরগুনায় টর্নেডোর আঘাতে ৩ শতাধিক বসতঘর বিধ্বস্ত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৯
বরগুনায় টর্নেডোর আঘাতে ৩ শতাধিক বসতঘর বিধ্বস্ত টর্নেডোর আঘাতে বিধ্বস্ত বসতঘর। ছবি: বাংলানিউজ

বরগুনা: বরগুনা সদর উপজেলার নলটোনা ইউনিয়নে টর্নেডোর আঘাতে ৩১টি বসতঘর সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে। এতে ২৬৯টি বাড়ি-ঘর আংশিক ক্ষতি হয়েছে। 

বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) ভোরে ইউনিয়নের সোনাতলা এলাকায় এ ঘটনা ঘটে।

নলটোনা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হুমায়ুন কবীর বাংলানিউজকে বলেন, মাত্র দুই মিনিটের টর্নেডোর আঘাতে এ ইউনিয়নের অন্তত দেড় শতাধিক বাড়ি-ঘর পুরোপুরি বিধ্বস্ত হয়েছে।

আর আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে অন্তত তিন শতাধিক বসত-ঘর, মাদ্রাসা, মসজিদ।

বরগুনার জেলা প্রশাসক (ডিসি) কবীর মাহমুদ বাংলানিউজকে বলেন, ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছি। এছাড়া ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি শুরু করেছে বরগুনা জেলা প্রশাসন। ক্ষতিগ্রস্তদের সরকারি সহায়তা দেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৪৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।