বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) ফ্রান্সের আন্তঃসংসদীয় প্রতিনিধিদলের সঙ্গে এক বৈঠকে তিনি এ আহ্বান জানান।
বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফ্রান্সের আন্তঃসংসদীয় প্রতিনিধিদলের নেতারা বৈঠক করেন।
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন রোহিঙ্গা সংকট সমাধানে ফ্রান্সের দৃঢ় সহযোগিতা প্রত্যাশা করেন। এসময় পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের অর্থনৈতিক জোনে বিনিয়োগের জন্য ফ্রান্সের প্রতি আহ্বান জানান।
বাংলাদেশে রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার জন্য ফ্রান্সের প্রতিনিধিদল সরকারের প্রশংসা করে। এছাড়া রোহিঙ্গা সংকট সমাধানে ফ্রান্স সব ধরনের সহযোগিতা করবে বলেও জানান প্রতিনিধিদলের সদস্যরা।
বাংলাদেশ সময়: ১৪৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৯
টিআর/এএ