ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

২ মরদেহ উদ্ধার: নিখোঁজ শিশুর সন্ধানে ফায়ার সার্ভিস

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৯
২ মরদেহ উদ্ধার: নিখোঁজ শিশুর সন্ধানে ফায়ার সার্ভিস ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মহা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আলী আহাম্মেদ খান

ঢাকা: রাজধানীর ভাষানটেক থানার জাহাঙ্গীর বস্তিতে আগুনের সময় ডোবায় পড়ে যাওয়া দু’শিশুর মরদেহ উদ্ধারের পরে নিখোঁজ আরেক শিশুর সন্ধানে কাজ করছে ফায়ার সার্ভিস। এছাড়া এ ঘটনায় পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল আলী আহাম্মেদ খান বাংলানিউজকে জানান, ভাষানটেক জাহাঙ্গীর বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনায় পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

তিনি জানান, বস্তির ঘরগুলো উপরে টিনশেড হলেও চারিদিকে কাঠ ও বাঁশের বেড়া ছিলো।

এ কারণে আগুন লাগার সঙ্গে সঙ্গে দ্রুত আগুন ছড়িয়ে যায়। বস্তির মানুষ মশা তাড়ানোর জন্য কয়েল ব্যবহার করে থাকেন। পাশাপাশি এখানে আছে গিজ গিজ বৈদ্যুতিক তার। তবে তদন্ত সাপেক্ষে জানা যাবে কিভাবে এ আগুনের সূত্রপাত।

তিনি আরও জানান, ফায়ার সার্ভিসের ২১টি ইউনিট একযোগে কাজ করে সকাল ৮টার সম্পূর্ণ নির্বাপণের ঘোষণা দেন। এখনও আমাদের টিম সার্চের কাজ করছে। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে বস্তির পশ্চিম পাশে একটি ডোবা থেকে দু’শিশুর মরদেহ উদ্ধার করা হয়। মৃত শিশু দু’জন হলো- ওই বস্তির বাসিন্দা নূরে আলমের ৩ মাস বয়সী মেয়ে ইয়াসমিন ও চুন্নু মিয়ার আড়াই বছর বয়সী ছেলে তন্ময়।

ওই বস্তিবাসী এক পরিবারের দাবি, তাদের ১২ বছরের নুসরাত নামে এক শিশু নিখোঁজ আছে। তার সন্ধানে ফায়ার সার্ভিসের লোকজন কাজ করছেন।

বুধবার (২৭ ফেব্রুয়ারি) দিনগত রাত থেকে এখন পর্যন্ত ফায়ার সার্ভিসের কর্মকর্তাসহ ফায়ারম্যান মিলে ১৩৫ জন একযোগে কাজ করেছেন ওই জাহাঙ্গীর বস্তিতে। এখন নিখোঁজ শিশুর সন্ধানে কাজ করছে ফায়ার সার্ভিস।

এর আগে বুধবার রাতে ভাষানটেক জাহাঙ্গীর বস্তিতে আগুন লাগার পর আতঙ্কে ছুটোছুটি করতে গিয়ে শিশু দুইটি পানিতে পড়ে যায়। এরপর থেকেই নিখোঁজ ছিল শিশু দু’টি।

বাংলাদেশ সময়: ১৫১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৯
এজেডএস/এএটি

***ভাষানটেক বস্তির ডোবা থেকে দু’শিশুর মরদেহ উদ্ধার

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।