ঢাকা, বুধবার, ২৭ ফাল্গুন ১৪৩১, ১২ মার্চ ২০২৫, ১১ রমজান ১৪৪৬

জাতীয়

মানুষের মন জয় করতে চায় পুলিশ: আইজিপি 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০৪ ঘণ্টা, মার্চ ৫, ২০১৯
মানুষের মন জয় করতে চায় পুলিশ: আইজিপি  জেলা পুলিশের বার্ষিক সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের উদ্বোধন করেন ড. জাবেদ পাটোয়ারী। ছবি: অনিক খান/বাংলানিউজ 

ময়মনসিংহ: সার্বিকভাবে পুলিশ মানুষের মন জয় করতে চায় বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। 

তিনি বলেছেন, গত ক’বছরে বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুলিশের সার্বিক সক্ষমতা বৃদ্ধির জন্য এবং সর্বোপরি পুলিশকে জনবান্ধব করতে কার্যকর উদ্যোগ নিয়েছেন। আমরাও সার্বিকভাবে মানুষের মন জয় করতে চাই।

 

সোমবার (০৪ মার্চ) সন্ধ্যায় ময়মনসিংহ পুলিশ লাইন্সে জেলা পুলিশের বার্ষিক সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ড. জাবেদ পাটোয়ারী এসব কথা বলেন।  

তিনি বলেন, পুলিশের প্রতি মানুষের আস্থা এবং বিশ্বাস স্থাপনের জন্য প্রধানমন্ত্রী যেভাবে পুলিশকে তৈরি করেছেন আমি মনে করি আগের তুলনায় সেই জনবান্ধব পুলিশ অনেক বদলে গেছে।  

‘আগের পুলিশ আর এখনকার পুলিশের মধ্যে অনেক পার্থক্য রয়েছে। মানুষ ডাকলেই এখন যেকোনো সময় পুলিশকে পাশে পায়। ’ 

পুলিশের আইজি বলেন, আমরা চাই পুলিশ সার্বিকভাবে মানুষের মন জয় করুক এবং তাদের পাশে দাঁড়াক। যেকোনো প্রয়োজনে পুলিশ যাতে মানুষের বিশ্বাস ও আস্থা স্থাপন করতে পারেন আমরা সেই জায়গাটিতেই যেতে চাই।  

ময়মনসিংহের প্রতিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) কঠোর নির্দেশনা দিয়ে তিনি বলেন, এখানে যে পুলিশ ইন্সপেক্টররা রয়েছেন, যারা ওসি আছেন তাদের বলছি, থানাগুলোকে মানুষের নির্ভরতার প্রতীক হিসেবে গড়ে তুলতে হবে। পুলিশের আস্থা ও সেবা দেয়ার প্রতীক হিসেবে গড়ে তুলুন।  

‘যাতে মানুষ নির্ভাবনায় নিশ্চিতে আপনাদের কাছে আসতে পারে। তাদের মনের কথা বলতে পারে, তাদের দুঃখের কথা জানাতে পারে, সেই ব্যবস্থা করতে হবে,’ যোগ করেন আইজিপি।  

তিনি বলেন, ‘আমরা চাই সেই পুলিশ হতে যে পুলিশের স্বপ্ন বঙ্গবন্ধু দেখিয়েছিলেন, গরিব-দুঃখী মানুষের পাশে দাঁড়ানোর স্বপ্ন। আমরা জনবান্ধব পুলিশ হবো, জনগণের পুলিশ হবো। ’

অনুষ্ঠানে আইজিপিপত্নী ও পুলিশ নারী কল্যান সমিতির (পুনাক)  কেন্দ্রীয় সভাপতি হাবিবা জাবেদ, পুলিশের ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি নিবাস চন্দ্র মাঝি, জেলা পুলিশ সুপার (এসপি) শাহ আবিদ হোসেন, ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক ইকরামুল টিটু প্রমুখ উপস্থিত ছিলেন।  

পরে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) পুনাক ময়মনসিংহের আয়োজনে পুলিশ পরিবারের কৃতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি তুলে দেন।  

বাংলাদেশ সময়: ১৯৫৯ ঘণ্টা, মার্চ ০৪, ২০১৯
এমএএএম/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।