ঢাকা, বুধবার, ২৭ ফাল্গুন ১৪৩১, ১২ মার্চ ২০২৫, ১১ রমজান ১৪৪৬

জাতীয়

কদমতলীতে ইয়াবাসহ আটক ৭

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৪৫ ঘণ্টা, মার্চ ৫, ২০১৯
কদমতলীতে ইয়াবাসহ আটক ৭ ইয়াবাসহ সাত মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১০

ঢাকা: রাজধানীর কদমতলী এলাকায় অভিযান চালিয়ে ৬৩০ পিস ইয়াবাসহ সাত মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১০।

আটকরা হলেন- রোকসানা, ফারজানা আকতার আঁখি, সমিরন বেগম, তারা, শামসুল ইসলাম, শাওন, সালাউদ্দীন। এ সময় তাদের কাছ থেকে ১১টি মোবাইল ও মাদক বিক্রির ৪৩ হাজার ৫১০ টাকা জব্দ করা হয়।

সোমবার (০৪ মার্চ) বিকেলে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

র‌্যাব-১০ এর উপ-অধিনায়ক মেজর আশরাফুল হক জানান, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ৪ নারীসহ ৭ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। তারা দীর্ঘদিন ধরে রাজধানীর বিভিন্ন এলাকায় ইয়াবা ব্যবসা চালিয়ে আসছিল।

আটকদের বিরুদ্ধে কদমতলী থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ২১৪৪ ঘণ্টা, মার্চ ০৪, ২০১৯
পিএম/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।