ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

আপনার সাহায্যই হাসি ফোটাবে ফারহাতুলের মুখে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১০ ঘণ্টা, মার্চ ৫, ২০১৯
আপনার সাহায্যই হাসি ফোটাবে ফারহাতুলের মুখে ফারহাতুল মাহমুদ হাসান

ঢাকা: যে বয়সে আট-দশজন সমবয়সীর সঙ্গে হেসে-খেলে কাটানোর কথা সে বয়সে ফারহাতুল মাহমুদ হাসানের লড়তে হচ্ছে হেপাটাইটিস সি, ই-বিটা থ্যালাসেমিয়া ও ব্লাড ক্যানসারে মতো জটিল রোগে। 

ফারহাতুলকে উন্নত চিকিৎসার জন্য এ পর্যন্ত ছয়বার যেতে হয়েছে ভারতের চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালে। নয় বছর চার মাস বয়সী ফারহাতুলের চিকিৎসায় তার বাবা সাদেকুল ইসলাম এবং মা শিউলি আক্তার এ পর্যন্ত খরচ করেছেন প্রায় এক কোটি সত্তর লাখ টাকা।

ছেলের চিকিৎসা করাতে অর্থিকভাবে অসচ্ছল হয়ে পড়েছেন ফারহাতুলের পরিবার।

গত ১৪ ফেব্রুয়ারি হাসপাতাল থেকে দেশে ফিরেছে ফারহাতুল। হাসপাতালের চিকিৎষকের পরামর্শে তার ‘বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্ট’ করানো হবে। এতে প্রায় ৪০ লাখ টাকা খরচ হবে। ছেলের উন্নত চিকিৎসার জন্য ফারহাতুলের বাবা-মা সমাজের বিত্তবানদের কাছে আর্থিক সহযোগিতা চেয়েছেন।

সাহায্য পাঠানোর ঠিকানা: মো. সাদেকুল ইসলাম, সঞ্চয়ী হিসাব-১২৫১১, ইসলামী ব্যাংক, রামপুরা শাখা অথবা সঞ্চয়ী হিসাব-১৯২২১০৭০০১০৪৪০, প্রাইম ব্যাংক, বনশ্রী শাখায় পাঠাতে পারেন। এছাড়া ০১৮৬৪২৯১৩২৭ অথবা ০১৮৬৪২৯১৩২৮ বিকাশ নম্বরেও পাঠানো যাবে।

বাংলাদেশ সময়: ১২০৭ ঘণ্টা, মার্চ ০৫, ২০১৯
আরএম/ডিএসএস/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।