ফারহাতুলকে উন্নত চিকিৎসার জন্য এ পর্যন্ত ছয়বার যেতে হয়েছে ভারতের চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালে। নয় বছর চার মাস বয়সী ফারহাতুলের চিকিৎসায় তার বাবা সাদেকুল ইসলাম এবং মা শিউলি আক্তার এ পর্যন্ত খরচ করেছেন প্রায় এক কোটি সত্তর লাখ টাকা।
গত ১৪ ফেব্রুয়ারি হাসপাতাল থেকে দেশে ফিরেছে ফারহাতুল। হাসপাতালের চিকিৎষকের পরামর্শে তার ‘বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্ট’ করানো হবে। এতে প্রায় ৪০ লাখ টাকা খরচ হবে। ছেলের উন্নত চিকিৎসার জন্য ফারহাতুলের বাবা-মা সমাজের বিত্তবানদের কাছে আর্থিক সহযোগিতা চেয়েছেন।
সাহায্য পাঠানোর ঠিকানা: মো. সাদেকুল ইসলাম, সঞ্চয়ী হিসাব-১২৫১১, ইসলামী ব্যাংক, রামপুরা শাখা অথবা সঞ্চয়ী হিসাব-১৯২২১০৭০০১০৪৪০, প্রাইম ব্যাংক, বনশ্রী শাখায় পাঠাতে পারেন। এছাড়া ০১৮৬৪২৯১৩২৭ অথবা ০১৮৬৪২৯১৩২৮ বিকাশ নম্বরেও পাঠানো যাবে।
বাংলাদেশ সময়: ১২০৭ ঘণ্টা, মার্চ ০৫, ২০১৯
আরএম/ডিএসএস/আরআইএস/