এছাড়া পাঞ্জেগানা নামাজের পর মোনাজাতে ওবায়দুল কাদেরের সুস্থতা কামনায় দোয়া করার জন্য আহ্বান জানানো হয়েছে।
ইসলামিক ফাউন্ডেশনের সহকারী পরিচালক মুহাম্মদ নিজাম উদ্দিন জানান, মন্ত্রীর দ্রুত আরোগ্য ও সুস্থতা কামনা করে শুক্রবার বাদ জুমা বায়তুল মোকাররম জাতীয় মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে।
সর্বস্তরের জনগণকে এতে অংশগ্রহণের জন্য আহ্বান জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।
হার্ট ও কিডনির সমস্যা নিয়ে বর্তমানে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন আছেন ওবায়দুল কাদের। সেখানকার মেডিকেল বোর্ড জানিয়েছেন, তার অবস্থা ক্রমেই উন্নতির দিকে। তবে কিডনির সমস্যা দূর হলে তার বাইপাস সার্জারির কথা ভাবছেন চিকিৎসকরা।
বাংলাদেশ সময়: ১৩৫০ ঘণ্টা, মার্চ ০৫, ২০১৯
এমআইএইচ/জেডএস