সোমবার (৪ মার্চ) মধ্য রাতে গোয়াইলবাড়ীর মেশিনপাড় এলাকায় এ ঘটনা ঘটে। অভিযোগ পেয়ে সকালে আশুলিয়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত ৭ জনের মধ্যে ৫ জনকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন- মো. জাফর কাজী (২২), মো. নাজমুল হোসেন (২০), শহিদুল ইসলাম (৪৪), রহম আলী (২০) ও
আমির হোসেন (৩২)। আটক যুবকরা আশুলিয়ার গোহাইলবাড়ীর দিঘিরপাড়ের বাসিন্দা।
ভুক্তভোগীর বরাত দিয়ে পুলিশ জানায়, আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের গোয়াইলবাড়ীর এলাকার ওই গৃহবধূকে চাকরির প্রলোভন দেখিয়ে আসছিলো অভিযুক্ত এক যু্বক। পরে সোমবার দিবাগত রাতে ভুক্তভোগীকে ডেকে আশুলিয়ার মেশিনপার এলাকায় নিয়ে ৭ জন মিলে ধর্ষণ করে। পরে অভিযোগের ভিত্তিতে ৫ জনকে আটক করা হয়।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিজাউল হক দিপু বাংলানিউজকে বলেন, গৃহবধূর অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়ে অভিযান চালিয়ে ৫ জন অভিযুক্তকে আটক করা হয়েছে। এ ঘটনায় আরও যারা জড়িত আছে তাদের আটকে অভিযান চলছে। স্বাস্থ্য পরীক্ষার জন্য নির্যাতিতা গৃহবধূকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসি সেন্টারে পাঠানোর প্রক্রিয়া চলছে।
এ ঘটনায় আশুলিয়া থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, মার্চ ০৫, ২০১৯
আরএ