মঙ্গলবার (০৫ মার্চ) দুপুর আড়াইটার দিকে এ তথ্য নিশ্চিত করেন জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন-অর-রশিদ।
বাংলানিউজকে ওসি হারুন-অর-রশিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (০৪ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে বরগুনা সদর উপজেলার ৭ নম্বর ঢলুয়া ইউনিয়নের ছোট পোটকাখালী এলাকায় অভিযান চালিয়ে ওই দুই মাদকবিক্রেতাকে আটক করে ডিবি পুলিশ।
আটকরা হলেন ওই এলাকার খলিল গাজীর ছেলে জহিরুল ইসলাম ও রুস্তুম মুসুল্লির ছেলে আব্দুর রহমান। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, মার্চ ০৫, ২০১৯
এসআরএস