মঙ্গলবার (৫ মার্চ) ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মো. শরীফ আহমেদের নেতৃত্বে চকবাজার, বকশিবাজার, উর্দু রোডে সকাল সোয়া ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়।
বকশিবাজারের বাসিন্দা রেশমা বেগম বলেন, কেমিক্যালের কারখানা যেখানে আছে সেগুলো উচ্ছেদ করুক।
দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মো. শরীফ আহমেদ বলেন, আমরা মানুষের জীবনে দুর্ভোগ বাড়াতে চাই না। জনগণের জীবন বাঁচানোর জন্য আমাদের এই অভিযান। ৫টি বাড়িতে কেমিক্যাল গোডাউন, প্লাস্টিক তৈরির উপাদান পাওয়া গেছে। বাড়িগুলির ইউটিলিটি সার্ভিস ডিসকানেক্ট করা হয়েছে। আর অন্য ৩টি বাড়িতে গিয়ে দেখলাম তারা কারখানা সরিয়ে নিয়েছে। সরকার ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ডাকে সাড়া দিয়ে কারখানা খালি করে ফেলছে। আমি বলবো এটা আমাদের একটা সাফল্য। আমাদের অভিযান এপ্রিলের ১ তারিখ পর্যন্ত চলবে।
অভিযানে উপস্থিত ছিলেন, ঢাকা জেলার প্রশাসক সানজিদা পারভীন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ২৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ওমর বিন আব্দুল্লাহ আজিজ প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৬১৫ ঘণ্টা, মার্চ ০৫, ২০১৯
এমএমআই/এমজেএফ