ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

পাবনায় ৫ দিনব্যাপী মাইডাস মেলা শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৫ ঘণ্টা, মার্চ ৫, ২০১৯
পাবনায় ৫ দিনব্যাপী মাইডাস মেলা শুরু মাইডাস মেলা শুরু। ছবি: বাংলানিউজ

পাবনা: পাবনায় ক্ষুদ্র নারী উদ্যোক্তাদের নিয়ে ৫ দিনব্যাপী মাইডাস এসএসই মেলা শুরু হয়েছে। মঙ্গলবার (৫ মার্চ) বেলা ১১টায় পাবনা শহরের প্রাণকেন্দ্র দোয়েল কমিউনিটি সেন্টার প্রাঙ্গনে এ মেলার উদ্বোধন করেন নেদারল্যান্ডের রাষ্ট্রদূত হ্যারি ভেরিউজ। এসময় উপস্থিত ছিলেন মাইডাস’র চেয়ারম্যান অঞ্জন চৌধুরী পিন্টু।

উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- নেদারল্যান্ডের পুমের সিনিয়র এক্সপার্ট আঁকি ওকমা, মাইডাসের সাবেক চেয়ারম্যান মাহামুদা পারভিন, মাইডাসের পরিচালক জাহিদ ইস্পাহানি, পাবনা জেলা প্রশাসক মো. জসিম উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস, মাইডাসের ব্যবস্থাপনা পরিচালক ড. এএসএম মশিউর রহমান পাবনা চেম্বারের সভাপতি স্বপন চৌধুরী, পাবনা প্রেসক্লাব সভাপতি শিবজিদ নাগসহ বিশিষ্টজনেরা।

মেলা উদ্বোধনের পর প্রতিটি স্টল পরিদর্শন ও পছন্দের পণ্য কেনা-কাটা করেন তারা।

স্থানীয় শিশু শিল্পীরা আমন্ত্রিত অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেন। পরে অতিথিরা মেলা প্রাঙ্গনে সাংষ্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।

মেলা উদ্বোধন ও পরিদর্শন শেষে অতিথিরা স্কয়ার গ্রুপের আরমান টাওয়ারের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় মিলিত হন। সেখানে নেদারল্যান্ডের রাষ্ট্রদূত হ্যারী ভেরিউজ ক্ষুদ্র কুটির শিল্পে বাংলাদেশের সম্ভাবনার কথা তুলে ধরেন। এ মেলায় অনেক সুন্দর এবং গুণগত মানসম্মত পণ্য রয়েছে যা বিদেশের বাজারে বেশ কদর রয়েছে বলে তিনি মনে করেন।  

সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে মাইডাসের চেয়ারম্যান অঞ্জন চৌধুরী পিন্টু বলেন, এ মেলার মধ্য দিয়ে তৃণমূলের নারী উদ্যোক্তাদের দেশের এবং বিদেশের বাজারে ব্যবসার দ্বার উন্মোচন হবে। জেলা শহরের এ আয়োজন এবারই যেহেতু প্রথম অনুষ্ঠিত হচ্ছে। আশা করা যায় প্রতিবছর এ আয়োজন হবে। মাইডাস ক্ষুদ্র কুটির শিল্প নতুন উদ্যোক্তাদের জন্য কাজ করে যাচ্ছে।

রাজধানী এবং বিভাগীয় শহরের বাইরে এবারই প্রথম জেলা শহরে এ মেলা অনুষ্ঠিত হচ্ছে। এ মেলাতে পাবনার স্থানীয় ২৫টি ক্ষুদ্র নারী সংস্থাসহ ঢাকা ও যশোরের ৬টি ক্ষুদ্র নারী সংস্থা তাদের বিভিন্ন পণ্য নিয়ে উপস্থিত হয়েছেন। প্রথম দিন থেকে মেলা প্রাঙ্গনে ক্রেতাদের বেশ উপস্থিত লক্ষ্য করা যাচ্ছে। আগামী ১০ মার্চ পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত এ মেলা খোলা থাকবে।  

বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, মার্চ ০৫, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।