ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

কাশিয়ানীতে প্রতিবেশীর হামলায় আহত ব্যক্তির মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫১ ঘণ্টা, মার্চ ৫, ২০১৯
কাশিয়ানীতে প্রতিবেশীর হামলায় আহত ব্যক্তির মৃত্যু

গোপালগঞ্জ: গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় মাছ ধরাকে কেন্দ্র করে প্রতিবেশীর হামলায় আলমগীর হোসেন শেখ (৫০) নামে আহত এক ব্যক্তির মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার (৫ মার্চ) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

জানা গেছে, কাশিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়নের দোলা গ্রামে গত রোববার আলমগীর হোসেন শেখ এবং প্রতিবেশী মো. নজরুল শেখের মধ্যে মাছ ধরাকে কেন্দ্র করে বিরোধের সৃষ্টি হয়।

একপর্যায়ে তাদের উভয় পরিবারের মধ্যে কথা কাটাকাটির পর সংঘর্ষ বেধে যায়।

উভয়পক্ষই দেশীয় অস্ত্র নিয়ে এক অপরের ওপর হামলা চালালে  আলমগীর হোসেন শেখ, মনু শেখ (৪৮), চন্নু শেখ  (৪৫) ও রশিদ শেখের ছেলে মো. সাদেক শেখ (৪৮) গুরুতর আহত হয়। পরে তাদের উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

আলমগীর হোসেনের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার দুপুরে তার মৃত্যু হয়।

নিহতের ভাই মো. চন্নু শেখ বাদী হয়ে কাশিয়ানী থানায় ছয় জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছেন।  

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযুক্তদের বিরুদ্ধে মামলা রজু করা হয়েছে, তাদের গ্রেফতারের চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ১৭৫৮ ঘণ্টা, মার্চ ০৫, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।