ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

সাভারে ফেনসিডিলসহ আটক ২

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২২ ঘণ্টা, মার্চ ৫, ২০১৯
সাভারে ফেনসিডিলসহ আটক ২ আটক দুই মাদকবিক্রেতা। ছবি: বাংলানিউজ

সাভার (ঢাকা): সাভারে অভিযান চালিয়ে ৬০০ বোতল ফেনসিডিলসহ দুই বিক্রেতাকে আটক করেছে ঢাকা জেলা উত্তরের গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশ।

আটকরা হলেন- দিনাজপুরের হাকিমপুর থানাধীন ডেবখণ্ডা গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে অহেদুল ইসলাম (২৮) ও একই এলাকার মাফিজ উদ্দিনের ছেলে আজিজুল হাকিম (২৬)।  

মঙ্গলবার (০৫ মার্চ) দুপুরে জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল বাশার এ তথ্য নিশ্চিত করেন।

বাংলানিউজকে তিনি জানান, গোপন সংবাদের সোমবার (০৪ মার্চ) দিনগত রাতে সাভারের হেমায়েতপুর আলমনগর হাউজিং এলাকা থেকে দুই মাদকবিক্রেতাকে আটক করা হয়। সেসময় তাদের কাছে থাকা প্লাস্টিকের বস্তা থেকে জব্দ করা হয় ৬৪০ বোতল ফেনসিডিল।  

আটক দু’জনই হেমায়েতপুর হাউজিং এলাকায় ভাড়া বাসায় থেকে মাদক বিক্রি করে আসছিলেন। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে দুপুরে আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৬১৮ ঘণ্টা, মার্চ ০৫, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।