ভ্রাম্যমাণ আদালতের অভিযান। ছবি: বাংলানিউজ
সিরাজগঞ্জ: মানবদেহের জন্য মারাত্মক ক্ষতিকর ইউরিয়া, স্যাকারিন, সাল্টু ও ক্ষতিকর কাপড়ের রং দিয়ে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরির দায়ে সিরাজগঞ্জে এক বেকারি কারখানার মালিককে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (৫ মার্চ) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আনিসুর রহমান এ আদেশ দেন।
ভ্রাম্যমাণ আদালতের পেশকার মিলন সরকার জানান, মঙ্গলবার দুপুরে শহরের জানপুর ব্যাংকপাড়া এলাকায় হৃদয় বেকারিতে এ অভিযান চালানো হয়।
এ সময় ওই বেকারিতে ক্ষতিকর ইউরিয়া, স্যাকারিন, সাল্টু ও কাপড়ের রং দিয়ে বেকারি সামগ্রী উৎপাদন, উৎপাদিত কেক, বিস্কুট ও পাউরুটির মোড়কে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ না থাকা এবং বিএসটিআই, পরিবেশ অধিদপ্তর, ফায়ার সার্ভিস, কলকারখানা প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় মালিককে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ বেকারি সামগ্রী, ইউরিয়া, সাল্টু, স্যাকারিন ও ক্ষতিকর কাপড়ের রং জনসম্মুখে ধবংস করা হয়।
বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, মার্চ ৫, ২০১৯
আরএ
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।