মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) দুপুর থেকে দুদকের প্রধান কার্যালয়ের উপ-পরিচালক আলী আকবরের নেতৃত্বে তিন ঘণ্টাব্যাপী তদন্ত চলে।
দুদক সূত্রমতে, যশোর, মাগুরা ও কুষ্টিয়া হাসপাতালে ১৫১ কোটি টাকার দুর্নীতির অভিযোগ পেয়েছে দুদক।
এ দুদকের উপ-পরিচালক আলী আকবর আলী বাংলানিউজকে বলেন, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ ব্যাপারে কোনো ধরনের মন্তব্য করা সম্ভব নয়।
যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আবুল কালাম আজাদ বাংলানিউজকে বলেন, ২০১১-১২ অর্থবছরে হাসপাতালের তত্ত্বাবধায়কের দায়িত্বে ছিলেন ডা. সালাউদ্দিন আহম্মেদ। সে সময়ের কোনো বিষয়ই আমার জানা নেই। তবে দুদক কর্মকর্তা যেসব বিষয়ে প্রশ্ন করেছেন, যতটুক পেরেছি সহযোগিতা করেছি।
বাংলাদেশ সময়: ১৯০৮ ঘণ্টা, মার্চ ০৪, ২০১৯
ইউজি/এএ