ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

যশোরে হাসপাতালের দুর্নীতি তদন্তে দুদক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১২ ঘণ্টা, মার্চ ৬, ২০১৯
যশোরে হাসপাতালের দুর্নীতি তদন্তে দুদক যশোরে হাসপাতালের দুর্নীতি তদন্তে দুদক টিম

যশোর: যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডে কোটি টাকার অনিয়ম-দুর্নীতির তদন্ত শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) দুপুর থেকে দুদকের প্রধান কার্যালয়ের উপ-প‌রিচালক আলী আকবরের নেতৃত্বে তিন ঘণ্টাব্যাপী তদন্ত চলে।

দুদক সূত্রমতে, য‌শোর, মাগুরা ও কু‌ষ্টিয়া হাসপাতা‌লে ১৫১ কো‌টি টাকার দুর্নীতির অভিযোগ পেয়েছে দুদক।

এরমধ্যে ২০১২-১৩ অর্থবছরে যশোর জেনারেল হাসপাতালে প্রায় ১০ কোটি ৫৩ লাখ টাকা অর্থব্যয়ে ওষুধ, পরীক্ষার মে‌শিনা‌রিজ, ইকুইপমেন্ট, ও‌টিসহ বি‌ভিন্ন উন্নয়ন কাজ বাস্তবায়িত হয়। তবে ওই কাজে ব্যাপক অনিয়ম-দুর্নীতির মাধ্যমে সরকারি অর্থ লোপাট করে সংশ্লিষ্টরা। বিষয়টি দুদক জানতে পেরে তদন্ত শুরু করেছে।

এ দুদকের উপ-প‌রিচালক আলী আকব‌র আলী বাংলানিউজকে বলেন, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ ব্যাপারে কোনো ধরনের মন্তব্য করা সম্ভব নয়।

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আবুল কালাম আজাদ বাংলানিউজকে বলেন, ২০১১-১২ অর্থবছরে হাসপাতালের তত্ত্বাবধায়‌কের দা‌য়ি‌ত্বে ছি‌লেন ডা. সালাউদ্দিন আহ‌ম্মেদ। সে সময়ের কোনো বিষয়ই আমার জানা নেই। তবে দুদক কর্মকর্তা যেসব বিষয়ে প্রশ্ন করেছেন, যতটুক পেরেছি সহযোগিতা করেছি।

বাংলাদেশ সময়: ১৯০৮ ঘণ্টা, মার্চ ০৪, ২০১৯
ইউজি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।