ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

সৈয়দপুরে ক্যানেলের মাটি কাটায় জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২৪ ঘণ্টা, মার্চ ৬, ২০১৯
সৈয়দপুরে ক্যানেলের মাটি কাটায় জরিমানা মাটি ভরা গাড়ি এবং ভ্রাম্যমাণ আদালতের অভিযান। ছবি: বাংলানিউজ

নীলফামারী: নীলফামারীর সৈয়দপুরের বাঙালিপুর পাঠানপাড়ায় পানি উন্নয়ন বোর্ডের ক্যানেলের মাটি কেটে বিক্রি করার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে সৈয়দপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পরিমল কুমার সরকারের নেতৃত্বে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

ওই এলাকার মৃত জালাল খানের ছেলে সবুর খান জমির মাটি কেটে পানি উন্নয়ন বোর্ডের ক্যানেল আড়াআড়িভাবে ভরাট করে পরিবহনের মাধ্যমে বিক্রি করছেন।

তাকে ভ্রাম্যমাণ আদালত আইনের তফসিলভুক্ত বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর আওতায় ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা জরিমানা করা হয়।  

তাৎক্ষণিক জরিমানার টাকা দিয়ে মুক্তি পান সবুর খান। পরে তাকে ক্যানাল পরিষ্কার করার আদেশ দেয়া হয়। এ সময় পানি উন্নয়ন বোর্ডের সেকশন অফিসার ও সৈয়দপুর থানার পুলিশ সহযোগিতা করেন।

এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান সহকারী কমিশনার (ভূমি) পরিমল কুমার সরকার।  

বাংলাদেশ সময়: ১৯১৬ ঘণ্টা, মার্চ ০৫, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।