মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে সৈয়দপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পরিমল কুমার সরকারের নেতৃত্বে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।
ওই এলাকার মৃত জালাল খানের ছেলে সবুর খান জমির মাটি কেটে পানি উন্নয়ন বোর্ডের ক্যানেল আড়াআড়িভাবে ভরাট করে পরিবহনের মাধ্যমে বিক্রি করছেন।
তাৎক্ষণিক জরিমানার টাকা দিয়ে মুক্তি পান সবুর খান। পরে তাকে ক্যানাল পরিষ্কার করার আদেশ দেয়া হয়। এ সময় পানি উন্নয়ন বোর্ডের সেকশন অফিসার ও সৈয়দপুর থানার পুলিশ সহযোগিতা করেন।
এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান সহকারী কমিশনার (ভূমি) পরিমল কুমার সরকার।
বাংলাদেশ সময়: ১৯১৬ ঘণ্টা, মার্চ ০৫, ২০১৯
আরএ