মঙ্গলবার (৫ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার তালুককানুপুর ইউনিয়নে বালুয়াবাজার-জামালপুর সড়কের সমশের পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সাব্বির উত্তর সমশের পাড়া গ্রামের পাপুল মিয়ার ছেলে।
তালুককানুপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আতিকুর রহমান আতিক বাংলানিউজকে বলেন, স্থানীয় বালুয়াবাজার থেকে শিশুটি তার দাদি পারভিনের সঙ্গে ব্যাটারিচালিত অটোরিকশায় ভ্যানে করে বাড়ি ফিরছিল। সমশের পাড়া এলাকায় পৌঁছালে একটি ট্রাক্টর অটোরিকশা ভ্যানটিকে পেছন থেকে ধাক্কা দিলে শিশুটি সড়কের ওপরে ছিটকে পড়ে। এসময় ট্রাক্টরের চাপায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায় সাব্বির।
আহত শিশুটির দাদি পারভিনকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলেও জানান তিনি।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, ট্রাক্টরটির চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।
বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, মার্চ ০৫, ২০১৯
জিপি