ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

রান্না ঘরের আগুনে দগ্ধ হয়ে গৃহবধূর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২১১ ঘণ্টা, মার্চ ৬, ২০১৯
রান্না ঘরের আগুনে দগ্ধ হয়ে গৃহবধূর মৃত্যু

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের ফতুল্লায় রান্না ঘরের আগুনে দগ্ধ হয়ে পাঁচদিন পর সুরাইয়া আক্তার (৩০) নামে এক গৃহবধূ চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

মঙ্গলবার (৫ মার্চ) রাতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ওই গৃহবধূ মারা যায়। নিহত সুরাইয়া ফতুল্লার পিঠালীপুল এলাকার সাইদুর রহমানের স্ত্রী।

নিহতের পরিবারের বরাত দিয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মোহাম্মদ মঞ্জুর কাদের বাংলানিউজকে বলেন, গত ২৭ ফেব্রুয়ারি রাতে নিজ বাড়িতে রান্না করার সময় সুরাইয়ার পরনের কাপড়ে আগুন ধরে যায়। এতে তার শরীরের অধিকাংশ পুড়ে যায়। তখন তাকে ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। পাঁচদিন ধরে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে মঙ্গলবার রাতে সুরাইয়া মারা যায়।

বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, মার্চ ০৫, ২০১৯
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।