মঙ্গলবার (৫ মার্চ) রাতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ওই গৃহবধূ মারা যায়। নিহত সুরাইয়া ফতুল্লার পিঠালীপুল এলাকার সাইদুর রহমানের স্ত্রী।
নিহতের পরিবারের বরাত দিয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মোহাম্মদ মঞ্জুর কাদের বাংলানিউজকে বলেন, গত ২৭ ফেব্রুয়ারি রাতে নিজ বাড়িতে রান্না করার সময় সুরাইয়ার পরনের কাপড়ে আগুন ধরে যায়। এতে তার শরীরের অধিকাংশ পুড়ে যায়। তখন তাকে ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। পাঁচদিন ধরে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে মঙ্গলবার রাতে সুরাইয়া মারা যায়।
বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, মার্চ ০৫, ২০১৯
জিপি