মঙ্গলবার (০৫ মার্চ) দুপুর ২টার দিকে ধনবাড়ী পুরাতন থানা এলাকার জনৈক তৌফিক সিদ্দিকীর বাসায় এ ঘটনা ঘটে।
আটকরা হলেন- ধনবাড়ী উপজেলার পাইস্কা ইউনিয়নের পেরিআটা গ্রামের লিটু মিয়া (২৬), সুনামুই বাদুরিয়া গ্রামের রাজীব আহমেদ (২৭) ও ধনবাড়ী পৌর এলাকার চালাষের হযরত আলী (২৭)।
স্থানীয়রা জানায়, দুপুরে আটকরাসহ পাঁচজন ওই ব্যক্তির বাসার দরজার বাইরে থেকে ডিবি পুলিশ পরিচয় দিয়ে ভেতরে প্রবেশ করেন। পরে অস্ত্রের মুখে বাসার সবার মুখ কাপড়ে বেঁধে ফেলেন। একপর্যায়ে কৌশলে একজন চিৎকার দিলে আশপাশের লোকজন এগিয়ে এলে তারা পালনোর চেষ্টা করেন। তাদের মধ্যে দুইজন পালতে সক্ষম হলেও তিনজনকে আটক করে পুলিশে সোপর্দ করে স্থানীয়রা।
ধনবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমান বাংলানিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, মার্চ ০৫, ২০১৯
এসআরএস