মঙ্গলবার (০৫ মার্চ) র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলমের নেতৃত্বে পুরান ঢাকার আরমানিটোলায় এ অভিযান চালানো হয়।
সারওয়ার আলম জানান, আরমানিটোলা এলাকায় আবাসিক ভবনে দাহ্য রাসায়নিক পদার্থ সংরক্ষণের বিরুদ্ধে অভিযান চালানো হয়েছে।
এছাড়া, মেয়াদোত্তীর্ণ রাসায়নিক দ্রব্য বিক্রয়ের দায়ে নূর ট্রেড হাউজকে ২ লাখ টাকা, নোমান পারফিউয়ারিকে ২ লাখ, ডিভাইন ট্রেড লিংককে ৪ লাখ, কিং সেল টৈডিংকে দেড় লাখ, এনবি কেমিক্যালকে ১ লাখ ও জহুরা ট্রেডিং কর্পোরেশন নামের প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকাসহ মোট ১১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
আবাসিক ভবনে রাসায়নিক পদার্থ সংরক্ষণ ও বিপণনের বিরুদ্ধে র্যাবের এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান সারওয়ার আলম।
বাংলাদেশ সময়: ২১২৬ ঘণ্টা, মার্চ ০৫, ২০১৯
পিএম/এমজেএফ