মঙ্গলবার (০৫ মার্চ) দুপুরে পৌরসভার দ্বীপেশ্বর এলাকায় ও বিকেলে উপজেলার নামা জিনারী গ্রামে এ পৃথক ঘটনা ঘটে।
সুমাইয়া নামা উপজেলার জিনারী গ্রামের শরিফ মিয়ার মেয়ে ও সুরাইয়া পৌরসভার দ্বীপেশ্বর এলাকার মো. ফজলুর রহমানের মেয়ে।
স্থানীয়রা জানায়, দুপুরে বাবা-মা’র অজান্তে বাড়ির পাশের পুকুরে পড়ে যায় সুরাইয়া। পরে বাড়ির লোকজন পুকুর থেকে শিশুটিকে উদ্ধার করে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
অন্যদিকে, বিকেলে পরিবারের অজান্তে বাড়ির পাশের পুকুরে পানিতে পড়ে যায় সুমাইয়া। পরে শিশুটিকে উদ্ধার করে স্বজনেরা হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
বাংলাদেশ সময়: ২১৫৮ ঘণ্টা, মার্চ ০৫, ২০১৯
এসআরএস