মঙ্গলবার (০৫ মার্চ) নগরের হাটখোলা ও পোর্টরোডে এ অভিযান চালানো হয়। আর্মড পুলিশ ব্যাটেলিয়নের পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) সুখেন্দ্র চন্দ্র সরকার ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর সহকারী পরিচালক মো. শাহ্ শোয়াইব মিয়ার নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭ ও ৩৮ ধারা মোতাবেক পণ্যের মোড়ক ব্যবহার ও মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে মেসার্স সমীর ট্রেডিংয়ের তাপস বনিক, মেসার্স অনীল চন্দ্র সাহার স্বপন কুমার সাহা, মেসার্স সিকদার ট্রেডিংয়ের নিরব দাস, চিত্ত দাস পোল্ট্রির চঞ্চল দাস, শান্তি পোল্ট্রির নন্দ দাস এবং চন্দ্রপরী গোস্তের দোকানের মো. মাসুমকে যথাক্রমে ১৫ হাজার, ৫ হাজার, ৫ হাজার, ২ হাজার, ২ হাজার ও আড়াই হাজার টাকা জরিমানা করা হয়।
বাংলাদেশ সময়: ২২০৬ ঘণ্টা, মার্চ ০৫, ২০১৯
এমএস/ওএইচ/