ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

বরিশালে ৬ দোকানিকে জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩১১ ঘণ্টা, মার্চ ৬, ২০১৯
বরিশালে ৬ দোকানিকে জরিমানা ভেজালবিরোধী অভিযান, ছবি: বাংলানিউজ

বরিশাল: বরিশাল নগরে ভেজালবিরোধী অভিযান চালিয়ে ৬ প্রতিষ্ঠানকে ৩১ হাজার ৫ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

মঙ্গলবার (০৫ মার্চ) নগরের হাটখোলা ও পোর্টরোডে এ অভিযান চালানো হয়। আর্মড পুলিশ ব্যাটেলিয়নের পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) সুখেন্দ্র চন্দ্র সরকার ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর সহকারী পরিচালক মো. শাহ্ শোয়াইব মিয়ার নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭ ও ৩৮ ধারা মোতাবেক পণ্যের মোড়ক ব্যবহার ও মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে মেসার্স সমীর ট্রেডিংয়ের তাপস বনিক, মেসার্স অনীল চন্দ্র সাহার স্বপন কুমার সাহা, মেসার্স সিকদার ট্রেডিংয়ের নিরব দাস, চিত্ত দাস পোল্ট্রির চঞ্চল দাস, শান্তি পোল্ট্রির নন্দ দাস এবং চন্দ্রপরী গোস্তের দোকানের মো. মাসুমকে যথাক্রমে ১৫ হাজার, ৫ হাজার, ৫ হাজার, ২ হাজার, ২ হাজার ও আড়াই হাজার টাকা জরিমানা করা হয়।

বাংলা‌দেশ সময়: ২২০৬ ঘণ্টা, মার্চ ০৫, ২০১৯
এমএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।