গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশনের ভূরুলিয়া এলাকায় একটি ওষুধ তৈরির কারখানা থেকে বিপুল পরিমাণ ভেজাল ওষুধ জব্দ করেছে মহানগর গোয়ান্দা (ডিবি) পুলিশ। এ সময় ওই কারখানার মালিকসহ ২ জনকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (০৫ মার্চ) বিকেলে অভিযান চালিয়ে গোয়েন্দা পুলিশ ভেজাল ওষুধ জব্দ এবং ওই ২ জনকে আটক করে।
গাজীপুর মেট্রোপলিটনের এসি (ডিবি) রুহুল আমীন সরকার বাংলানিউজ জানান, গাজীপুর সিটি করপোরেশনের ভূরুলিয়া এলাকায় অভিযান চালায় মহানগর গোয়েন্দা পুলিশ।
পরে ওই ওষুধ তৈরির কারখানা থেকে ২ ট্রাক ভেজাল ওষুধ জব্দ করা হয়। এছাড়াও কারখানার মালিকসহ ২ জনকে আটক করা হয়েছে।
এ বিষয়ে বুধবার (০৬ মার্চ) সকালে মহানগর গোয়েন্দা কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।
বাংলাদেশ সময়: ২৩২৬ ঘণ্টা, মার্চ ০৫, ২০১৯
আরএস/এসএইচ
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।