ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

স্কুলছাত্রী অপহরণের দায়ে যুবকের ১৪ বছর কারাদণ্ড

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩৫ ঘণ্টা, মার্চ ৬, ২০১৯
স্কুলছাত্রী অপহরণের দায়ে যুবকের ১৪ বছর কারাদণ্ড

বরিশাল: বরিশালের উজিরপুর উপজেলায় এক স্কুলছাত্রীকে অপহরণের দায়ে ইলিয়াস সিকদার নামে এক যুবককে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

পাশাপাশি ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছর কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (০৫ মার্চ) বরিশালের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আবু শামীম আজাদ এ রায় প্রদান করেন।

 

দণ্ডিত আসামি ইলিয়াস উজিরপুর উপজেলার রামেরকাঠি গ্রামের খলিল শিকদারের ছেলে।  

আদালত সূত্রে জানা গেছে, একই এলাকার বাসিন্দা সেকান্দার বেপারীর মেয়ে রামেরকাঠি মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম শ্রেনীরছাত্রী তাছমিন খানম স্কুলে যাওয়া আসার পথে উত্ত্যক্ত করে করে আসছিলো আসামিরা। এক পর্যায় ২০০৬ সালের ৩ জুন ওই স্কুলছাত্রীকে অপহরণ করে ঢাকায় নিয়ে যায় আসামি।  

এ ঘটনায় ওই বছরের ১৩ জুন আসামির বিরুদ্ধে মামলা দায়ের করেন স্কুলছাত্রীর বাবা সেকান্দার বেপারী। এরপর একই বছরের ১৭ জুন জিডি মূলে নারায়ণগঞ্জ ডিবি পুলিশ তাকে উদ্ধার করে উজিরপুর থানায় হস্তান্তর করে। থানা পুলিশ ভিকটিমকে আদালতে সোপর্দ করে।  

তদন্তে সত্যতা পেয়ে থানার এসআই রকিবুজ্জামান ২০০৬ সালের ৪ সেপ্টেম্বর ইলিয়াসের বিরুদ্ধে চার্জশট দাখিল করেন।  

আদালতে ৫ জনের সাক্ষ্য গ্রহন শেষে অভিযোগ প্রমানিত হলে আসামির অনুপস্থিতিতে এ দণ্ডাদেশ হওয়া হয়।

বাংলাদেশ সময়: ০৩২৭ ঘণ্টা, মার্চ ০৫, ২০১৯
এমএস/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।