ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

শিবালয়ে প্রাইভেটকারচাপায় শ্রমিক নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৮ ঘণ্টা, মার্চ ৬, ২০১৯
শিবালয়ে প্রাইভেটকারচাপায় শ্রমিক নিহত

মানিকগঞ্জ: মানিকগঞ্জের শিবালয় উপজেলায় প্রাইভেটকারচাপায় সজিবর রহমান (৭০) নামে এক শ্রমিক নিহত হয়েছেন।

বুধবার (৬ মার্চ) সকাল ৬টার দিকে ঢাকা-পাটুরিয়া মহাসড়কের মেঘাফিড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সজিবুর উপজেলার তেওতা ইউনিয়নের ষাটঘর তেওতা গ্রামের বাসিন্দা।

বরংগাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইয়ামীন-উদ দৌলা বাংলানিউজকে জানান, মাছ ও হাঁস-মুরগির খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান মেঘাফিডের শ্রমিক ছিলেন সজিবর। কাজে যোগ দেওয়ার জন্য প্রতিদিনের মতো সকালে বাইসাইকেল চালিয়ে কারখানার সামনে আসেন তিনি। এসময় রাস্তা পার হওয়ার সময় ঢাকাগামী একটি প্রাইভেটকার তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। চালককে আটক করা হয়েছে।

বাংলাদেশ সময়: ০৯১৬ ঘণ্টা, মার্চ ০৬, ২০১৯
কেএসএইচ/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।