বুধবার (৬ মার্চ) সকাল ৬টার দিকে ঢাকা-পাটুরিয়া মহাসড়কের মেঘাফিড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সজিবুর উপজেলার তেওতা ইউনিয়নের ষাটঘর তেওতা গ্রামের বাসিন্দা।
বরংগাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইয়ামীন-উদ দৌলা বাংলানিউজকে জানান, মাছ ও হাঁস-মুরগির খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান মেঘাফিডের শ্রমিক ছিলেন সজিবর। কাজে যোগ দেওয়ার জন্য প্রতিদিনের মতো সকালে বাইসাইকেল চালিয়ে কারখানার সামনে আসেন তিনি। এসময় রাস্তা পার হওয়ার সময় ঢাকাগামী একটি প্রাইভেটকার তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। চালককে আটক করা হয়েছে।
বাংলাদেশ সময়: ০৯১৬ ঘণ্টা, মার্চ ০৬, ২০১৯
কেএসএইচ/আরবি/