ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

কীর্তনখোলায় অভিযান

তিনজনের কারাদণ্ড, একজনকে জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৬ ঘণ্টা, মার্চ ৬, ২০১৯
তিনজনের কারাদণ্ড, একজনকে জরিমানা

বরিশাল: বরিশালের কীর্তনখোলা নদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহন করার অপরাধে তিনজনকে এক বছর করে কারাদণ্ড ও একজনকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (৫ মার্চ) দিনগত রাতে নৌ-পুলিশের সহযোগিতায় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী কমিশনারের (ভূমি) নেতৃত্বে পৃথক দু’টি অভিযান পরিচালনা করা হয়।

ইউএনও হুমায়ুন কবির জানান, রাতে তার নেতৃত্বে সদর উপজেলার চরকাউয়া ইউনিয়ন এলাকার কীর্তনখোলা নদীতে অভিযান চালানো হয়।

এসময় অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের অপরাধে রবিউল (১৮), শামিন (১৯), শামীমকে (১৮) আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

অপরদিকে সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আমীনুল ইসলাম জানান, তার নেতৃত্বে চরবাড়ীয়া ইউনিয়নের তালতলী ব্রিজ সংলগ্ন এলাকায় অভিযান চালানো হয়। এসময় অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে বাচ্চুকে (৩৫) ড্রেজার মেশিনসহ আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের তাকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়।

জব্দকৃত ড্রেজার মেশিন চরবাড়ীয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মাহাতাব হোসেন সুরুজের জিম্মায় রাখা হয়েছে বলেও জানান আমীনুল ইসলাম।

বাংলাদেশ সময়: ১০০৪ ঘণ্টা, মার্চ ০৬, ২০১৯
এমএস/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।