‘দিক থিয়েটার’ এর ২০ বছর পূর্তি উপলক্ষে (৭ থেকে ১৫ মার্চ) ৯ দিনব্যাপী এ নাট্যোৎসবের আয়োজন করা হয়েছে।
নাট্যোৎসবের আহ্বায়ক মোতাব্বির হোসেন (সাব্বির) জানান, বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে এ নাট্যোৎসবের আয়োজন করা হয়েছে।
এদিকে, নাট্যোৎসবে চিফ প্যাট্রন হিসেবে থাকবেন বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।
এছাড়া নাট্যোৎসবে সংগঠনটির উপদেষ্টা মণ্ডলী, বিভিন্ন বিভাগের শিক্ষক, সংগঠনটির সাবেক ও বর্তমান সদস্য উপস্থিত থাকবেন বলেও জানান মোতাব্বির হোসেন।
তিনি জানান, নাট্যোৎসবে ৭ মার্চ থেকে প্রতিদিন সন্ধ্যা সাড়ে ৬টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে বাংলাদেশের বিভিন্ন নাট্য সংগঠনের নাট্য প্রদর্শনী অনুষ্ঠিত হবে।
অপরদিকে ১৫ মার্চ (শুক্রবার) দিক থিয়েটারের সাবেক ও বর্তমান সদস্যদের অংশগ্রহণে ‘দিক পুনর্মিলনী’র আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে টি-শার্ট উন্মোচন, স্মৃতিস্মারক প্রদান, স্মৃতিচারণ ও নিজস্ব পরিবেশনায় সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১০৩৮ ঘণ্টা, মার্চ ০৬, ২০১৯
আরবি/