ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

শাবিপ্রবিতে জাতীয় নাট্যোৎসব শুরু বৃহস্পতিবার

শাবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৫ ঘণ্টা, মার্চ ৬, ২০১৯
শাবিপ্রবিতে জাতীয় নাট্যোৎসব শুরু বৃহস্পতিবার

সিলেট (শাবিপ্রবি): শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) অন্যতম নাট্য সংগঠন দিক থিয়েটারের উদ্যোগে ‘৬ষ্ঠ জাতীয় নাট্যোৎসব’ বৃহস্পতিবার (৭ মার্চ) থেকে শুরু হতে যাচ্ছে। 

‘দিক থিয়েটার’ এর ২০ বছর পূর্তি উপলক্ষে (৭ থেকে ১৫ মার্চ) ৯ দিনব্যাপী এ নাট্যোৎসবের আয়োজন করা হয়েছে।  

নাট্যোৎসবের আহ্বায়ক মোতাব্বির হোসেন (সাব্বির) জানান, বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে এ নাট্যোৎসবের আয়োজন করা হয়েছে।

নাট্যোৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাবেক সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর।

এদিকে, নাট্যোৎসবে চিফ প্যাট্রন হিসেবে থাকবেন বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।  

এছাড়া নাট্যোৎসবে সংগঠনটির উপদেষ্টা মণ্ডলী, বিভিন্ন বিভাগের শিক্ষক, সংগঠনটির সাবেক ও বর্তমান সদস্য উপস্থিত থাকবেন বলেও জানান মোতাব্বির হোসেন।  

তিনি জানান, নাট্যোৎসবে ৭ মার্চ থেকে প্রতিদিন সন্ধ্যা সাড়ে ৬টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে বাংলাদেশের বিভিন্ন নাট্য সংগঠনের নাট্য প্রদর্শনী অনুষ্ঠিত হবে।  

অপরদিকে ১৫ মার্চ (শুক্রবার) দিক থিয়েটারের সাবেক ও বর্তমান সদস্যদের অংশগ্রহণে ‘দিক পুনর্মিলনী’র আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে টি-শার্ট উন্মোচন, স্মৃতিস্মারক প্রদান, স্মৃতিচারণ ও নিজস্ব পরিবেশনায় সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১০৩৮ ঘণ্টা, মার্চ ০৬, ২০১৯
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।